ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হামুন মোকাবিলায় ফেনীর উপকূলে কাজ করবেন ২ হাজার স্বেচ্ছাসেবক

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। চারটি ইউনিয়ন, বিচ্ছিন্ন চরাঞ্চল এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়ের জন্য ৪৩টি স্থায়ী ও দেড় শতাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।

তিনি বলেন, দুর্গতদের জন্য ১৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ২ হাজার উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিসি) স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ পর্যাপ্ত শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখা হয়েছে। স্যানিটেশন ও সুপেয় পানির জন্য বিশুদ্ধকরণ ২০ হাজার ট্যাবলেট আছে।

ইউএনও আরও বলেন, সকাল থেকে ফেনীতে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলীয় এলাকার জনসাধারণকে সতর্ক করতে এবং নির্দেশ পাওয়ার পরপরই নিরাপদে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করছে রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি সদস্যরা। একইসঙ্গে বিপৎসীমা ও সংকেত অনুযায়ী উপকূলের ও চরাঞ্চলে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আনতে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. উৎপল দাস জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় একজন আবাসিক চিকিৎসককে প্রধান করে উপজেলার ৯ ইউনিয়নে ৯টি টিম ও জরুরি স্বাস্থ্যসেবার জন্য পাঁচটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম