ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে চুরি করা গরু নিয়ে পালানোর সময় আটক ২

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:১১ এএম, ২৫ অক্টোবর ২০২৩

গাজীপুরের টঙ্গীতে চুরি করা গরু নিয়ে পালানোর সময় পিকআপসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় স্টেশনরোড এলাকার এ ঘটনাটি ঘটে।

আটকরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার ডুমুরিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহালম (৬৪) ও পিকআপচালক মাসুম (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই চোর গরুগুলোর আশপাশে ঘুরাঘুরি করছিল। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের ২ নম্বর গেইট এলাকা থেকে দুই গরুসহ পিকআপ ও দুজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: চাঁদপুরে ২১ নৌকাসহ ৪৯ জেলে আটক

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস.আই) সজল হোসেন জানান, টঙ্গীর স্টেশনরোড এলাকার বিশ্ব ইজতেমার মাঠের পাশে ঘুরাঘুরি করছিল গাড়িটি। পরে দুটি গরু পিকআপে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে পিকআপটি আটক করে পুলিশ। এসময় পিকআপে থাকা গরুসহ দুই চোরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিকের খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, চোর ও গরুসহ পিকআপ আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আমিনুল ইসলাম/জেএস/এএসএম