ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে স্বাস্থ্যমন্ত্রী

২৮ তারিখ বিএনপি বিশৃঙ্খলার চেষ্টা করলে প্রতিহত করবে সরকার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

বিএনপিকে সভা সমাবেশের আধিকার দেওয়া হয়েছে। কিন্তু ২৮ তারিখের সমাবেশ ঘিরে বা সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ বিষয়ে সরকার ও দলের যথেষ্ঠ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় উন্নিতকরণ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বেড়েছে। সেদিক বিবেচনায় স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি করছি, চিকিৎসক ও নার্স সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এখন প্রায় ৩২ হাজার ডাক্তার রয়েছে। যেখানে আগে ছিল মাত্র ১৫ হাজার। সামনে আরও বাড়ানো হবে। ট্রাস্টে থাকার কারণে বেতন ভাতা নিয়ে কমিউনিটি ক্লিনিকে কিছুটা সমস্যা ছিল। অর্থ ছাড় হয়েছে, দ্রুতই কমিউনিটি ক্লিনিকের কর্মরতদের বকেয়া পরিশোধ হবে।

এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিতা কেটে ৫০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর তিনি হাসপাতালে নতুন ভবন ঘুরে দেখেন। পরে হাসপাতাল চত্বরে সুধি সমাবেশে যোগ দেন।

সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্যান্যরা।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম