ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২

প্রকাশিত: ১১:২৯ এএম, ২৮ মার্চ ২০১৬

হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে প্রচণ্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তারা মারা যান।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুছ ছাত্তারের ছেলে আজমান মিয়া (৪০) সোমবার দুপুরে স্থানীয় শাহপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে মিম আক্তার (৮) দুপুরে বাড়ির বারান্দায় বসেছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটস্থলেই সে মারা যায়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর