ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির ছয় নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, তাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি সানোয়ার হোসেন (৬০), শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম তুপা (৬৫), কর্মী সুমন সরকার (৩৯), রতনকান্দি ইউনিয়ন নয়ন সেখ (৩৯) মানিক সেখ (২২) ও জামায়াতের কর্মী আশরাফুল আলম (৩৫)।

তবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, অনেক নেতাকর্মীদের নামে গ্রেফতারি পরোয়ানা নেই। অনেকে জামিনে রয়েছেন। তারপরও গ্রেফতার করা হচ্ছে। ঢাকায় মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে এ গ্রেফতার অভিযান চলছে।

এম এ মালেক/এসআর/জেআইএম