সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
ফাইল ছবি
সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের ছেলে ময়েজ হোসেন (২২) ও খুলনার বহেরা এলাকার নাফিজ উদ্দিনের ছেলে মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।
প্রত্যক্ষদর্শী কালেরডাঙ্গা গ্রামের আবুল কালাম জানান, দুই মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে সাতক্ষীরা অভিমুখী আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান