ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে দেখা মেলেনি দূরপাল্লার বাসের, ঢাকার প্রবেশমুখে তল্লাশি

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:২১ এএম, ২৮ অক্টোবর ২০২৩

বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে গাজীপুর থেকে ঢাকার প্রবেশদ্বারে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাজধানীর প্রায় সব প্রবেশমুখে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এসব চেকপোস্টে মানুষের ব্যক্তিগত মোবাইল ফোন চেক ও হয়রানির অভিযোগ তুলেছেন অনেকে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে সড়কে দূরপাল্লার বাস নেই বললেই চলে। মহাসড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও অনেক কম। সকাল থেকে তল্লাশি চৌকিগুলো ফের সক্রিয় হয়ে ওঠে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড় এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

চান্দনা চৌরাস্তা মোড়ে সকাল ৭টার দিকে দেখা যায়, অফিসগামী যাত্রীরা অবস্থান করছেন। তারা লোকাল বাস, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। উত্তরাঞ্চল থেকে যাত্রীবাহী কোনো বাস আসতে দেখা যায়নি। তবে উত্তরাঞ্চলে যাওয়ার জন্য বেশ কিছু বাস ভোগড়া পেয়ারা বাগান ও চান্দনা চৌরাস্তা মোড়ে অবস্থান করছে। চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আছে। সকাল ৮টার দিকে বোর্ড বাজার এলাকায় একটি বাসে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।

ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী রিয়াজ উদ্দিন বলেন, আজ ঢাকায় বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশকে নিয়ে উৎকন্ঠা থাকলেও চাকনি রক্ষার জন্য ঢাকায় যেতে হচ্ছে। অন্য দিন দূরপাল্লার গাড়ি দিয়ে মহাখালী পর্যন্ত যেতাম। আজ দূরপাল্লার কোনো বাস ঢাকায় প্রবেশ না করায় লোকাল বাসে ঢাকায় যেতে হবে।

অপর এক যাত্রী ইকবাল হোসেন বলেন, সকালে টঙ্গীতে একটি লোকাল বাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় আমার ব্যক্তিগত মোবাইলটি নিয়ে এক পুলিশ সদস্য অনেকক্ষণ ঘাটাঘাটি করে। করা হয় নানা প্রশ্ন। দেখাতে হয় পরিচয়পত্র। পুরো আধা ঘণ্টা থামিয়ে রাখা হয় বাসটি।

গাজীপুরে দেখা মেলেনি দূরপাল্লার বাসের, ঢাকার প্রবেশমুখে তল্লাশি

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা মোড়, টঙ্গী স্টেশন রোড ও টঙ্গী বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি করেছের তারা।

গাজীপুর সদর উপজেলা বিএনপির এক নেতা বলেন, সকালে বেশ কয়েকটি লোকাল ও আন্তঃনগর ট্রেনে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা রওয়ানা দিয়েছেন। রেল স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা ছিল না।

এছাড়া গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা থেকে আবদুল্লাহপুর সড়কে, আশুলিয়া সড়ক থেকে কামারপাড়া, বেড়িবাঁধ এলাকায় ঢাকা মহানগরীর তুরাগ ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ অবস্থান নিয়েছে পুলিশ। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, ঢাকায় সমাবেশ ঘিরে নাশকতা এড়াতে বাড়তি সতর্কতায় আছে পুলিশ। শুধুমাত্র নাশকতামূলক কর্মকাণ্ডের সাদৃশ্য কিংবা সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো ভালো মানুষকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না।

আমিনুল ইসলাম/এসজে/জেআইএম