ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৫

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

গাইবান্ধায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুল ও জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পিকেটারদের ছোড়া ইটে আহত ২ পুলিশ, আটক ১

পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় বিএনপির ডাকা হরতালের লক্ষ্যে নেতাকমীরা পিকেটিং করছিল। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

ওসি বলেন, হরতালে শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে। কেউ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


শামীম সরকার শাহীন/জেএস/জিকেএস