ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন।

এসময় বিএনপির নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে সড়কে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দেন। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই তারা দ্রুত সড়ে যান।

আরও পড়ুন: সুনামগঞ্জে যান চলাচলে বাধা, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জাগো নিউজকে বলেন, আমরা শুনেছি রুহুল কবির রিজভী এসেছিলেন। বিস্তারিত বলতে পারছি না। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জেআইএম