সুনামগঞ্জে যান চলাচলে বাধা, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা। তবে তাদের কর্মসূচি সফল করতে দেয়নি পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকা থেকে নতুন কোর্ট পয়েন্ট এলাকা পর্যন্ত নেতাকর্মীরা হরতাল কর্মসূচি সফল করতে রাস্তায় সব ধরনের যান চলাচলে বাধা দেয়। পরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির নেতৃত্বে হরতাল সমর্থনে রাস্তায় দাঁড়ানো সব নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: হরতালে বান্দরবানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি জাগো নিউজকে বলেন, হরতালের নামে মানুষের জানমালের যেন কোনো ক্ষতি না হয় সে লক্ষ্যে পুলিশ সকাল থেকে থেকে সুনামগঞ্জ শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সড়কে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এরই মধ্যে বিএনপির নেতাকর্মীরা শহরের দুটি পয়েন্টে যান চলাচলে বাধা দিলে আমরা তাৎক্ষণিক তাদের রাস্তা থেকে সরিয়ে দেই।

লিপসন আহমেদ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।