ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে সাবেক-বর্তমান চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আনসার চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহত আনসার চৌধুরী ওই গ্রামের আলাউদ্দিন চৌধুরীর ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন,

নিজামকান্দি ইউনিয়নের আধিপত্য নিয়ে বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলী ও সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার নিজামকান্দি এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে সোমবার দুপুরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর সমর্থক আনসার চৌধুরীকে কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। স্বজনরা উদ্ধার করে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজে/এমএস