ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুর

নাশকতার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আটক

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০১:২৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

চাঁদপুরে অবরোধকে ঘিরে সড়কে নাশকতার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধকে ঘিরে সড়কে বিএনপি নেতাকর্মীদের চোখে না পড়লেও রাজপথ দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর থেকে শুরু হওয়া অবরোধে চাঁদপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নজরদারি।

আরও পড়ুন:নোয়াখালীতে ৩৭ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

অন্যদিকে অবরোধকে ঘিরে সড়কে যানবাহন তুলনামূলক কম। তবে চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ। তবে যাত্রী পরিপূর্ণ হলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীস আলম জানান, চাঁদপুর শহরে কলেজ রোডে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্নস্থান বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।


শরীফুল ইসলাম/জেএস/জিকেএস