নোয়াখালীতে ৩৭ বিএনপি নেতাকর্মী গ্রেফতার
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টার অভিযানে ৩৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে আট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুধারাম থানায় ১১ জন, কোম্পানীগঞ্জে তিনজন, বেগমগঞ্জে ১১ জন, সেনবাগে দুজন, চাটখিলে একজন, সোনাইমুড়ীতে দুজন, চরজব্বরে তিনজন, কবিরহাটে একজন ও জেলা ডিবি পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক যুবদল নেতা গ্রেফতার
পুলিশ সুপার আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
এর আগে শনিবার নোয়াখালীতে ৮৪জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলার আসামি হিসেবে বিচারক তাদের কারাগারে পাঠায়।
ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম