ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবরোধ

ঝিনাইদহ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার গাড়ি, গ্রেফতার ৪৫

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

ঝিনাইদহে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) ঝিনাইদহ থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। তবে সকাল থেকে স্থানীয় কিছু কিছু সড়কে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাতে বিএনপি ও জামায়াতের ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে চলছে পুলিশের টহল।

তবে আটকের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। জেলার কালীগঞ্জ থেকে আটকদের মধ্যে একজন জামাল উদ্দিন। তিনি উপজেলার দামোদরপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ইঞ্জিনচালিত আলমসাধু চালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না বলে দাবি তার পরিবারের।

জামাল উদ্দিনের স্ত্রী রাবিয়া বেগম বলেন, ‘সোমবার সারাদিন মাঠে ধানের কাজ করে রাতে ঘুমিয়ে ছিল। গভীর রাতে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে। এখন শুনছি মামলা দেবে। কিসের মামলা দেবে বুঝতে পারছি না।’

ওই রাতে কালীগঞ্জ থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। যাদের সবাই সাধারণ খেটে খাওয়া মানুষ বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলছেন, তারা সবাই বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থক।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ঝিনাইদহ বাস টার্মিনালের একজন কাউন্টার ম্যানেজার বলেন, ‘একটি বাসের অনেক দাম। যদি কেউ ভেঙে দেয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আপাতত বন্ধ রেখেছি।’

ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান জানান, নাশকতার মামলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে পুলিশ।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম