ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবরোধের দ্বিতীয় দিন

‘পেটের দায়ে বাধ্য হয়েছি বাস নিয়ে মহাসড়কে আসতে’

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০১ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। প্রথম দিনের মতোই মহাসড়কে সুনসান অবস্থা বিরাজ করছে।

বুধবার (১ নভেম্বর) সরেজমিনে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই মহাসড়কে যান চলাচল সীমিত আছে। ফলে কর্মস্থলের জন্য বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি অনেককেই বাসের জন্য মহাসড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

বিল্লাল হোসেন রুবেল নামের এক চাকরিজীবী বলেন, সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দেখি মহাসড়কে তেমন যানবাহন নেই। তাই বাসের জন্য অপেক্ষা করছি। কখন বাস পাবো জানি না।

শিমরাইল পরিবহনের বাসচালক নূর মিয়া বলেন, অনেকেই আতঙ্কে বাস নিয়ে মহাসড়কে বের হন না। পেটের দায়ে আমি বাধ্য হয়েছি বাস নিয়ে মহাসড়কে আসতে। রাস্তা খালি থাকায় স্বাচ্ছন্দ্যেই এক স্থান থেকে আরেকস্থানে যেতে পারছি। অবরোধ থাকলেও কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন ও যাত্রীর চাপ কিছুটা কম। কিন্তু কী কারণে কম তা আমার জানা নেই। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকেই কাজ করছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, মহাসড়কে যেকোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে আছি।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এএসএম