ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে মোটরসাইকেলে করে এসে ট্রাকে আগুন

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০১ নভেম্বর ২০২৩

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের পাশে মুলাডুলি সবজি আড়তের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুজন ঘটনাস্থলে আসেন। পরে তারা ট্রাকের দরজা খুলে চালকের পাশের সিটে আগুন দিয়ে দ্রুত চলে যান। এসময় আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, আগুনে সিটের কিছু অংশ পুড়ে গেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/এসআর/এমএস