গাইবান্ধা
মাদরাসার মাঠ থেকে ককটেল-পেট্রলবোমা উদ্ধার
গাইবান্ধার ফুলছড়িতে একটি মাদরাসার মাঠ থেকে আটটি ককটেল, ছয়টি পেট্রলবোমা ও বস্তাভর্তি লাঠি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে টায়ার জ্বালিয়ে যুবদল নেতাকর্মীদের বিক্ষোভ
পুলিশ জানায়, রাতে কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ সেখান থেকে আটটি ককটেল, ছয়টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেল, পেট্রলবোমা ও লাঠির বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কোনো অপরাধীকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শামীম সরকার শাহীন/জেএস/এএসএম