ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কে সবজি ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০২ নভেম্বর ২০২৩

হরতাল-অবরোধে কৃষিপণ্য বাজারজাত করতে না পেরে মহাসড়কে সবজি ঢেলে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-নাটোর মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি আমবাগান সবজির আড়তের সামনে এ ঘটনা ঘটে।

হরতাল-অবরোধে কৃষিপণ্যবাহী গাড়ি নির্বিঘ্নে চলাচলের দাবিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

jagonews24

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষিপণ্যবাহী গাড়ি চলাচল করতে না পারায় ঈশ্বরদীর হাজার হাজার কৃষক তাদের উৎপাদিত সবজি আড়তে এনে বিক্রি করতে পারছেন না। ফলে জমিতে সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। যারা সবজি বাজারে আনছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। অবরোধের আগে প্রতিকেজি শিম ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও দুদিনের ব্যবধানে তা কমে ৭৫ টাকায় নেমেছে। ৫০ টাকা কেজি দরের ঢ্যাঁড়শ দুদিনের ব্যবধানে ২৫ টাকা হয়েছে।

jagonews24

এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা লাঙল, কোদাল, কাস্তে, মইসহ কৃষিকাজে ব্যবহারিত যন্ত্রপাতি নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। পরে সড়কে সবজি ঢেলে হরতাল ও অবরোধের প্রতিবাদ জানান কৃষকরা।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতা ও লাভের জন্য নানা কর্মসূচি দেন। এতে কৃষকের কোনো লাভ নেই। বরং আমরা ক্ষতির শিকার হচ্ছি। আমরা কারও রাজনীতির শিকার হতে চাই না। আমরা আমাদের কৃষিপণ্য নির্বিঘ্নে পরিবহনের দাবি জানাই।

প্রতিবাদ কর্মসূচিতে কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাসেম, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক জাহিদুর রহমান জাহিদ, জাতীয় পদকপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পদকপ্রাপ্ত কিষানি বেলী বেগম, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান প্রমুখ।

শেখ মহসীন/এসআর/জিকেএস