ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৈত্রী এক্সপ্রেসে হামলার ঘটনায় মামলা

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০২ নভেম্বর ২০২৩

মৈত্রী এক্সপ্রেসে হামলার ঘটনায় ঈশ্বরদী রেল থানায় মামলা হয়েছে। তবে মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রেলের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার জমা দেওয়ার পরপরই মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় ৪০ ৪৫ অজ্ঞাতনামার ব্যক্তির বিরুদ্ধে ট্রেনে নাশকতার পরিকল্পনায় হামলার অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, মামলাটি সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে মামলারর বিষয়ে বলতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ঢাকাগামী আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী স্টেশনের কাছে লোকোশেড এলাকায় বুধবার (১ নভেম্বর) দুপুরে দুর্বৃত্তরা হামলা চালায়। ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল জব্দ করে পুলিশ।

শেখ মহসিন/এএইচ/জেআইএম