ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরপাড়ে পড়েছিল ঠিকাদারের মরদেহ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের চাচাতো ভাই এস এম রেজাউল হাকিম রেঙ্গুনের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সকালে শহরের অফিসার্স কলোনির পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রেজাউল হাকিম রেঙ্গুন শহরের কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।

PABNA-PHO

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পেছনের পুকুরে মাছ ধরতে যান রেঙ্গুন। ভোরে পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, নিহতের কপালের বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করেছে কিনা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এএইচ/আরএইচ/এমএস