গাজীপুরে কারখানায় আগুন
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মুরগির খাবার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাবউদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন
তিনি বলেন, ওই এলাকার কোয়ালিটি ফিড নামে মুরগির খাবার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।
আমিনুল ইসলাম/জেএস/জেআইএম