ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে লাঙল-গোলাপের ভোট বর্জন

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাল ভোটসহ কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে লাঙল ও গোলাপ ফুল প্রতীকের প্রার্থী ভোট বর্জন করেছেন।

রোববার (৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ও জাকের পার্টির সামছুল করিম জানান, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টকে ঢুকতে দেননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছে। ১১৫টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। জাল ভোটের কারণে অনেক কেন্দ্রে ৩০-৪০ শতাংশ ভোট দেখানো হয়েছে। এসব অভিযোগে তারা ভোট বর্জন করেন।

আরও পড়ুন: কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি, দেড় ঘণ্টায় ৮০ ভোট

বক্তব্য জানতে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, ডিসি-এসপিসহ আমি ভোটকেন্দ্র পরিদর্শনে ছিলাম। এরমধ্যে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী লিখিত কিংবা মৌখিকভাবে কোনো অভিযোগও দেননি। ভোট বর্জনের বিষয়েও তারা লিখিত কিংবা মোবাইল ফোনে কল করেও জানাননি।

কাজল কায়েস/এসজে/জেআইএম