ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-রংপুর মহাসড়কে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১০:১৩ এএম, ০৬ নভেম্বর ২০২৩

দ্বিতীয় দফায় অবরোধের শেষ দিনে বগুড়ায় ঢাকা-রংপুর বাইপাস মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) সকালে বিএনপি নেতাকর্মীরা বনানী লিচুতলা মোড় ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ফণিরমোড় অবরোধ করে রেখেছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান আর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-রংপুর বাইপাস মহাসড়কে সকাল ৮ টার দিকে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা সরকার বিরোধী নানারকম শ্লোগান দিতে থাকেন। বিএনপি নেতাকর্মীদের কয়েকশ গজ দূরেই পুলিশ অবস্থান নিয়ে আছে।

ঢাকা-রংপুর মহাসড়কে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের অবরোধ

বগুড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে নেতাকর্মীদের আহত করেই যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় দুই শতাধিক নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এরপরও বগুড়া জেলা বিএনপি ও সাধারণ মানুষ অবৈধ সরকারের পতনে আন্দোলন অব্যাহত রাখবে।

এদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সকাল ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ফণিরমোড়ে ঢাকা-রংপুর বাইপাস মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সংগঠনটির প্রায় ৩০০ নেতাকর্মী লাঠিসোটা হাতে অবস্থান নেন। বগুড়া শহর জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এতে নেতৃত্ব দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ কাউকে ছাড় দেবে না।

এসজে/জেআইএম