কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ
বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয়দিনে কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে তারা।
আরও পড়ুন: অবরোধের প্রভাব নেই খুলনায়, স্বাভাবিক ট্রেন-লঞ্চ চলাচল
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেন নেতাকর্মীরা। খোলা রয়েছে শহরের দোকানপাট। অন্যদিকে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল।
এসকে রাসেল/জেএস/জেআইএম