অবরোধের প্রভাব নেই খুলনায়, স্বাভাবিক ট্রেন-লঞ্চ চলাচল
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনও খুলনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে খুলনার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা, বরিশাল, পিরোজপুরসহ আন্তঃজেলা রুটে প্রায় ২০টির মতো পরিবহন ছেড়ে গেছে। এমনকি প্রথম দফার অবরোধের তুলনায় বেড়েছে যানবাহন চলাচল। তবে দূর পাল্লার রুটের বিলাসবহুল বাস চলাচল আগের মতো বন্ধ রয়েছে।
আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, অবরোধে বাস চলাচল এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এছাড়া নগরীতে থ্রি হুইলার, ইজিবাইক চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। শিশু-কিশোররা বিদ্যালয়ে এবং চাকরিজীবীরা কর্মস্থলে যাচ্ছেন।
আরও পড়ুন: মিরসরাই-সীতাকুণ্ডে যান চলাচল বেড়েছে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজওয়ান বলেন, তিনদিনের অবরোধ চলাকালে আমাদের যাতায়াতে একটু সমস্যা হয়েছিল। তবে এখন আর সেই সমস্যা নেই। এমনকি বিশ্ববিদ্যালয় ক্লাস করতে অনেক দূর থেকে ছাত্রছাত্রীরা আসেন তাদেরও এখন পরিবহন সমস্যা হচ্ছে না।
নগরীর পিটিআই মোড়ের বাসিন্দা একরামুল হোসেন বলেন, বাগেরহাটের ফকিরহাটে আমার অফিস। প্রতিদিন রুপসা উপজেলা থেকেই যাতায়াত করতে হয়। গত অবরোধের সময় বাস চলাচল কম থাকায় কর্মস্থলে যেতে সমস্যায় পড়তে হয়েছে। তবে এবার বাস চলাচল মোটামুটি স্বাভাবিক। আশা করছি দ্রুত কর্মস্থলে পৌঁছাতে পারবো।
এদিকে নগরীতে বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, যানবাহন চলাচল কম হওয়ায় সবজির চালান কম আসছে। এতে পণ্যের দাম কিছুটা বেড়েছে।
নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী নিয়ামত বলেন, প্রায় সব পণ্যের দাম কেজিতে ৩/৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে অবরোধ শেষ হয়ে গেলে এ দাম আরও কমে যাবে।
আলমগীর হান্নান/জেএস/জেআইএম