নাশকতা মামলায় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার পোড়াপাড়া এলাকায় গাংনী থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নাশকতার ঘটনার একটি মামলায় আমজাদ হোসেন আসামি ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এক পর্যায়ে আজ দুপুরে পোড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নাশকতা মামলার আসামি হিসেবে আমজাদ হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে বলেও জানান ওসি।
আসিফ ইকবাল/এফএ/এমএস