ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির সড়ক অবরোধকালে পুলিশের ধাওয়া, আটক ৬

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিলের সময় বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ নগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির ও বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেনসহ ৬ জনকে আটক করেছে। সোমবার (৬ নভেম্বর) গাজীপুর নলজানী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে জয়দেবপুর রোডের নলজানি এলজিইডি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে মহানগর বিএনপি নেতা জিএস সুরুজ আহমেদসহ অন্তত ১০ জন আহত হন বলে জানান মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা সড়কে নেমে যানবাহন ভাঙচুরের চেষ্টাকালে অভিযান চালিয়ে মোট ৬ জনকে আটক করা হয়েছে।

এদিকে সোমবার বিকেলে গাজীপুর জেলা আদালত পাড়া এলাকা থেকে মহানগর যুবদল সভাপতি রুহানুজ্জামান শুক্কুরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্কুর একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে আইনজীবীর চেম্বারে বসে অপেক্ষা করছিলেন। এ সময় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আইনজীবী সমিতির হলরুম ঘিরে অবস্থান নেয়। এছাড়া কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বকশিকে আটক করেছে পুলিশ।

অপরদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ইশরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় একটি মশাল মিছিল বের হয়।

এছাড়া টঙ্গীতে দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সোমবার সকালে রেলপথ অবরোধ করেন গাজীপুর মহানগর (দক্ষিণ) জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। টঙ্গী-কমলাপুর ডাবল রেলপথের স্থানীয় আরিচপুর এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। তবে এ অবরোধের কারণে কোনো ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে টঙ্গী রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে। এছাড়া ধীরাশ্রম এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা।

আমিনুল ইসলাম/এফএ/এমএস