ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৬৩ কেজির বাঘাইড় বিক্রি সাড়ে ৭৫ হাজারে

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়া ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় বিক্রি হয়েছে ৭৫ হাজার ৬০০ টাকায়। সোমবার (৬ নভেম্বর) রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম মুঠোফোনে জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের বাঘাইড় মাছটি উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার সকালে মাছটি সরদারপাড়া বাজারে নিয়ে আসেন বাদশা মিয়া। বাজারে এনে মাছটি কেটে বিক্রি করেন তিনি। প্রতি কেজি এক হাজার ২০০ টাকা দরে ৭৫ হাজার ৬০০ টাকা মাছটি বিক্রি করেন তিনি।

আরও পড়ুন: এক বাঘাইড় বিক্রি হলো ৪৫ হাজারে

বাদশা মিয়া বলেন, এ প্রথম তিনি যমুনা নদী থেকে এতো বড় বাঘাইড় শিকার করলেন। এর আগে পেয়েছেন তবে সেগুলো এতো বড় ছিল। আজ আমি বেশ খুশি। মাছটি জালে ধরার পর বিক্রির জন্য ক্রেতা পাচ্ছিলাম না। পরে বাজারে এনে কেটে কেটে বিক্রি করি।

মাছ কিনতে আসা জমসেদ মিয়া, আলী হাসান জানান, নদীতে এখন এত বড় মাছ খুব একটা দেখা যায় না। মাছটি দেখতে অনেক মানুষ ভিড় করে। নদীর মাছ হওয়ায় খেতেও অনেক সুস্বাদু। তাই আমরাও এক কেজি করে কিনেছি।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এমএস