স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর থেকে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার শব্দ শুনতে পান তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে বুকে ছুরিকাঘাত করেন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভোরে রাবেয়া ও তার স্বামী নাজমুলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় । এর জেরে নাজমুল স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার থানায় আসে আত্মসমর্পণ করেন। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তানভীর হাসান তানু/এসজে/এমএস