ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে হরতালে মাঠে নেই বিএনপি

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

কক্সবাজারে র্যাবের গুলিতে কর্মী নিহতের দাবিতে বুধবার (৮ নভেম্বর) পূর্ণ দিবস হরতাল ডেকেছিল জেলা বিএনপি। তবে জেলার কোথাও হরতালের প্রভাব নেই। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ সব যান চলাচল।

অন্যদিকে হরতালে যেকোনো ধরনের বিশৃঙ্খলতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট লালদিঘি পাড়, বাজারঘাট, বাস টার্মিনাল, কলাতলী পয়েন্ট, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়ায় অভ্যন্তরীণ সড়কে সকাল থেকে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। বিভিন্নস্থানে যানজটও পরিলক্ষিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা মেলেনি।

তবে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী বলেন, সকাল থেকে আমাদের নেতাকর্মীরা অসংখ্য জনতাকে সঙ্গে নিয়ে মাঠে আছে।

Coxbazar

আরও পড়ুন: খাগড়াছড়িতে পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও পুলিশ টহল জোরদার রয়েছে।

জেলা বিএনপির দাবি, ৫ নভেম্বর রাতে উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় অভিযান চালায় র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা। তাকে না পেয়ে ঘর ভাঙচুর এবং গ্রামবাসীর ওপর গুলি চালায়। এতে তিনজন বিএনপিকর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জাগির হোসেনের মৃত্যুর প্রতিবাদে বুধবার কক্সবাজার জেলায় সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা করা হয়।

সায়ীদ আলমগীর/জেএস/এমএস