খাগড়াছড়িতে পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথমদিনে খাগড়াছড়িতে ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী কাভার্ডভ্যানটি মাটিরাঙ্গা বাজার অতিক্রম করে আলুটিলা পৌছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

Khagrachari2.jpg

আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, সকালে পণ্যবাহী পরিবহন সংস্থা ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি কাভার্ডভ্যান মালামাল নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে আলুটিলায় উঠার সময় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায় । গাড়ি থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজা হচ্ছে ।

এর আগে দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) খাগড়াছড়ির আলুটিলায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা

মুজিবুর রহমান ভুইয়া/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।