ঝিনাইদহে রাতে চলছে মহড়া, ওসি প্রত্যাহার
৩১ মার্চ দ্বিতীয় ধাপে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে রাতে বিরোধী দলের নেতা-কর্মীদের হুমকি-ধামকি ও মারপিট করার অভিযোগ উঠেছে।
এদিকে, মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিপ্লবকে ভোটের বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগে মঙ্গলবার রাতে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসি কর্তৃপক্ষ।
মহেশপুরে ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো হলো- ১ নং এসবিকে ইউনিয়নের খালিশপুর দাখিল মাদরাসা, ভালাইপুর কমিউনিটি সেন্টার, কাকিলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২ নং ফতেপুর ইউনিয়নের যোগিহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পুরন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়।
৩ নং পান্তাপাড়া ইউনিয়নের আলফাতুনেচ্ছা কলেজ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর দাখিল মাদরাসা, পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়।
৪ নং স্বরূপপুর ইউনিয়নের কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশুমপুর মাধ্যমিক বিদ্যালয়, গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামকুড় মাধ্যমিক বিদ্যলয়, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যলয়।
৬ নং নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়, মাইলবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যায়, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলক্ষাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেজিয়া প্রাথমিক বিদ্যালয়।
৭ নং কাজীরবেড় ইউনিয়নের জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়, ঝিটকিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাতন কোলা প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামন্তা মাধ্যমিক বিদ্যলয়, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাঁশবাড়িয়া ইউনিয়নের ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুলি উচ্চ বিদ্যালয়, ভৈরবা দাখিল মাদরাসা, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯ নং যাদবপুর ইউনিয়নের কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাড়ী রাজাপুর প্রাথমিক বিদ্যালয়, গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১০ নং নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়, নাটিমা দাখিল মাদরাসা, দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়, ইদ্রাকপুর হাইস্কুল, কুরিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের শংকরহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১২ নং ইউনিয়নের বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলামপুর ৪ নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৌদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বলে নির্ধারণ করা হয়েছে।
ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও নির্বাচনী এলাকায় স্টাইকিং ফোর্স, পুলিশ, র্যাব, বিজিবি টহলদল ও সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
এসএস/এমএস