মাগুরার ১২ ইউপিতে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
৩১ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে কেন্দ্রে-কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বুঝে দেয়ার কাজ।
বুধবার বেলা ১১ টায় মাগুরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ ও আনসার সদস্যদের নিজ-নিজ কেন্দ্রের দায়িত্ব বুঝে দেয়া হয়। এ সময় পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনাসার সদস্যদের ব্রিফ করেন।
অন্যদিকে, দুপুর ১২ টায় জেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারে কাছে ব্যালট বাক্স ও প্রযোজনীয় নির্বাচন সামগ্রী বুঝে দেন উপজেলা নির্বাচন অফিসার।
মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, ১২ ইউনিয়নের ১১৫ কেন্দ্রে দুই হাজার ৭০০ পুলিশ ও আনসার সদস্য নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ২টি টিম সার্বক্ষণিক কাজ করবে।
জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী জাগো নিউজকে জানান, পুলিশের পাশাপাশি ২০টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং ফোর্স, ৪ টি ভ্র্যামমাণ আদালত ও ১টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্বাচনী দ্বায়িত্ব পালন করবেন। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক টিম দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন কাজ সম্পন্ন করার জন্য ১২ ইউনিয়নের ১১৫ কেন্দ্রে এক হাজার ৮০০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
আরাফাত হোসেন/এসএস/আরআইপি