ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি-জামায়াত অখণ্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টা করছে

প্রকাশিত: ০৮:১৮ এএম, ৩০ মার্চ ২০১৬

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি, জামায়াতসহ যারা স্বাধীনতার সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা এখনও অখণ্ড পাকিস্তান সৃষ্টির চেষ্টা করছে। বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান এখনও বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করছে। তাই তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে

এ সময় দুই মন্ত্রীর সাজার বিষয়ে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের পদত্যাগের কোন বিধান নেই। পদত্যাগ তখনই করবে যখন নৈতিক স্খলনজনিত কারণে যদি তাদের সাজা হতো।

জেলা মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী।

এর আগে মন্ত্রী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন।

এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি