ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিক্সন চৌধুরী

নৌকা চাইবো, না পেলে হ্যাটট্রিক করে চাচাকে কুমিল্লা পাঠাবো

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:১৩ এএম, ১১ নভেম্বর ২০২৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘এবার নৌকা চাইবো, পেলে আলহামদুলিল্লাহ। নৌকা পেয়ে নেত্রীকে বলবো বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোট আমার তিন থানা থেকে আমরা দেবো।’

তিনি বলেন, ‘আর যদি কোনো নাটক আর অভিনয় করে, ষড়যন্ত্র করে, নৌকা নেয়, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনারা (জনগণ) পাশে থাইকেন, আমরা হ্যাটট্রিক করে চাচারে (কাজী জাফরউল্লাহকে) কুমিল্লায় পাঠাবো।’

এ সময় জনগণকে উদ্দেশ্য করে এমপি বলেন, ‘পারবেন না?’ উপস্থিত জনগণ হাত উঁচু করে সমর্থন জানান, ‘হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো।’

আরও পড়ুন: আ’লীগ নয়, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পুনর্বাসন করেছেন নিক্সন

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ওই এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর ৬১ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিক্সন চৌধুরী।

তিনি আরও বলেন, এই সেতু নির্মিত হলে এই চরাঞ্চলের অবহেলিত চাষিদের আর কোনো সমস্যা থাকবে না। তারা পাঁচ মিনিটে সবজি ও কৃষিপণ্য নিয়ে বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন। ভাঙ্গা পৌরবাসী ও চরাঞ্চলের মানুষের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না।

আরও পড়ুন: ‘আবার ভোট দিলে নিক্সন আপনাদের চাবাইয়া খাইয়া ফেলবে’

আলোচনা সভায় চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আশিক ইকবাল স্বপন মোল্লা প্রমুখ।

এন কে বি নয়ন/বিএ