ফরিদপুরে কাজী জাফরউল্যাহ

‘আবার ভোট দিলে নিক্সন আপনাদের চাবাইয়া খাইয়া ফেলবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্যাহ বলেছেন, নিক্সন চৌধুরী নিজেকে সিংহ মনে করেন, তাকে আবার ভোট দিলে আপনাদের চাবাইয়া খাইয়া ফেলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে সে ভোট আমি পাবো। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমাকে ভোট দিলে আপনারাই লাভবান হবেন।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক উঠান বৈঠকে এমন কথা বলেন কাজী জাফরউল্যাহ। ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কাজী জাফরউল্যাহ বলেন, যারা বড় বড় কথা বলেন, উন্নয়ন বলতে কী বোঝায় তা তারা জানেন না। আমার বাবা কাজী মাহবুব উল্লাহ পাকিস্তান আমলে ট্রাস্টের মাধ্যমে ভাঙ্গায় একটি ডিগ্রি কলেজ করেছেন।

আরও পড়ুন: ‘ভাঙ্গায় এক মিনিটও দাঁড়াইতে দেবো না’ কাজী জাফরউল্যাহকে নিক্সন

‘আরে নিক্সন সাহেব আপনি তো ক্লাস নাইন পর্যন্ত পড়েছেন’-মন্তব্য করে তিনি বলেন, আপনার কাছে তো এগুলো উন্নয়ন না। আপনি বালি কেটে বাড়ি বানিয়েছেন, বালি কেটে হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছেন বলে শুনেছি। এগুলো কোনো উন্নয়ন না। এগুলো আপনার ব্যক্তিগত উন্নয়ন, এ উন্নয়ন জনগণের কোনো উপকারে আসবে না। গরিব মানুষের কয়টা ছেলেকে সরকারি চাকরি দিয়েছেন সেই তালিকা থাকলে দেন।

কাজী জাফরউল্যাহ বলেন, অবৈধভাবে মাটি কেটে, অবৈধভাবে বালু কেটে সেই টাকা দিয়ে কিছু লোকজন পোষেন। আবার জমিদারি প্রথা স্থাপন করতে চান। ব্রিটিশ আমলে জমিদারি প্রথা ছিল। ব্রিটিশরা তাদের মাধ্যমে প্রজাদের ওপর জুলুম করে খাজনা আদায় করতো। তারা টিকতে পারে নাই। জমিদারি প্রথা উচ্ছেদ হইয়া গেছে।

তিনি বলেন, শেখ হাসিনা মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করে দিয়েছেন। রাস্তাঘাট করে দিচ্ছেন। এ রাস্তাঘাট হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতায়। কোনো এমপি এগুলো করে দেননি। অথচ উনি (নিক্সন) স্কুলে স্কুলে গিয়ে বলেন, তিনি নাকি বই দিচ্ছেন, রাস্তা করে দিচ্ছেন। এগুলো মিথ্যা কথা। মিথ্যা কথা বেশিক্ষণ গায়ে থাকতে পারে না। কেননা এই রাস্তা হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতায় কারও ব্যক্তিগত টাকায় হচ্ছে না।

আরও পড়ুন: শামা ওবায়েদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি নিক্সন চৌধুরীর

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, এমপি সাহেবকে জিজ্ঞাসা করেন, নিজের টাকায়, বালি বেচা হলেও তো নিজের টাকা, ওই টাকা দিয়ে তিনি কোথায় কয়টা কলেজ করেছেন, কয়টা হাসপাতাল করেছেন। নিক্সনের নির্বাচন করে টাকা দিয়ে কেনা লোক, টাকা থাকলে তারা থাকে, না থাকলে থাকে না। নিক্সন গরু-ছাগলের মতো আপনাদের মাথা কিনতে চান। যারা টাকা দিয়ে মাথা কেনেন তারা কখনো ভালো কাজ করেন না।

‘আবার ভোট দিলে নিক্সন আপনাদের চাবাইয়া খাইয়া ফেলবে’

কাজী জাফরউল্যাহ বলেন, তিনি (নিক্সন) ব্রিটিশদের মত এসেছেন শিবচর থেকে, এই জেলাও নয়, আসছেন মাদারীপুর থেকে। শুনেছেন এখানে কিছু গরু-ছাগলের হাট আছে, মানুষ কেনা যায় অল্প টাকায়, সেজন্য এসেছেন। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। ভাঙ্গার লোক টাকায় বিক্রি হয় না। তবে কিছু বেঈমান টাকায় বিক্রি হয়। তারা টাকা ছাড়া কিছু বোঝে না, তারা টাকার রাজনীতি বোঝে।

তিনি বলেন, গত ১০ বছর নিক্সনকে দেখেছেন। জাদু দেখাতে চেয়েছিলেন, যেখানে দাঁড়াবেন সেই জায়গা পাকা হয়ে যাবে, যে সাঁকো পার হবেন সেটা সেতু হয়ে যাবে। তা কী হয়েছে? এ থেকে আপনাদের বুঝে নিতে হবে তিনি একজন ভুয়া লোক, ১০ বছর ধরে তিনি যে কথা দিয়েছেন তা ভুয়া।

নিজের কোনো চাওয়া পাওয়া নেই মন্তব্য করে কাজী জাফরউল্যাহ বলেন, নির্বাচিত হলে বাবার রেখে যাওয়া শত শত কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর এপাড়ে ভাঙ্গায় একটি হাসপাতাল করে দেবেন। পাশাপাশি প্রতিটি পরিবারে যেসব শিক্ষিত ছেলে আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন।

আরও পড়ুন: প্লেয়ারই নাই, খেলা হবে না: নিক্সন চৌধুরী

সভায় সভাপতিত্ব করেন মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাতুব্বর, মহিলা আওয়ামী লীগের কর্মী রেহানা পারভীন প্রমুখ।

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মহল্লার বাসিন্দা মজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন। ২০১৪ সালের নির্বাচনে নিক্সনের প্রতীক ছিল আনারস ও ২০১৮ সালে প্রতীক ছিল সিংহ।

এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।