ফুটবল মাঠে গেলে দেশপ্রেম দেখা যায়: ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় ফুটবলের ফেরি করতে যাই। শুধু যে ফুটবল খেলি তা না। বয়স বিবেচনায় মাঠে থেকে আমার ফুটবল খেলার কথা ছিল না। ৪৪ বছর বয়সে মাঠে আছি, ঘাম ফেলি। কাজ ফেলে প্রতি সপ্তাহে ছুটে যাই বিভিন্ন জেলায়।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা গেস্ট হাউসে এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, ফুটবলের প্রতি দেশের মানুষের প্রেমটা সত্যিকারের প্রেম। ফুটবল মাঠে গেলে দেশপ্রেমও দেখা যায়। মাঠে দলমত নির্বিশেষে ৮ থেকে শুরু করে ৮০ বছর বয়সী মানুষও আসে। এর মধ্য দিয়ে মানুষের মাঝে দেশপ্রেম ও অঞ্চলের প্রেম বাড়ানোই হল আমার উদ্দেশ্য।
আরও পড়ুন: সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, চিকিৎসা প্রয়োজন: ব্যারিস্টার সুমন
বিকেলে সদর উপজেলার দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। কিন্তু মানসিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের মানুষে মানুষে প্রেম কমে যাচ্ছে। এ প্রেমের জায়গাটাতে আমি কাজ করতে চাই। ৯০ এর দশকে ফুটবল যে জায়গায় ছিল, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণে) আছে আমাদের ফুটবল। আইসিইউ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন জেলাতে যাই।
ব্যারিস্টার সুমন বলেন, লক্ষ্মীপুরে জীবনের প্রথমবারের মতো আসলাম। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর আমন্ত্রণে এখানে আসা। মনে হচ্ছে- আজ অনেক সাড়া পাবো। একটি সুন্দর ফুটবল ম্যাচ হবে। এখানে আমি জিততেও পারি, হারতেও পারি। কিন্তু আমার জেতা বা হারাতে কিছু আসে-যায় না। আমি চাই ফুটবলটাকে বাঁচাতে। ফুটবলকে জেতাতে চাই। ফুটবলের মধ্য দিয়ে আমরা শপথ করতে চাই- এদেশের জন্য কাজ করতে হবে। জন্মের পর যে দেশটা আমরা পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো একটি দেশ আমরা দেখে যেতে চাই।
আরও পাড়ুন: গোল খেয়ে ময়মনসিংহের মানুষকে দাওয়াত দিয়ে গেলেন ব্যারিস্টার সুমন
প্রীতি ম্যাচের আয়োজক ও সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, এ ম্যাচটি অবশ্যই আনন্দদায়ক হবে। সুন্দরভাবে খেলাটি সম্পন্ন হবে। পুরো জেলা থেকেই লোকজন খেলা দেখতে আসবে। সকলের সহযোগিতায় সুন্দর একটি ফুটবল ম্যাচ দেখতে পারবে দর্শকরা।
ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস