সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, চিকিৎসা প্রয়োজন: ব্যারিস্টার সুমন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৩ মে ২০২৩
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ দাবি করে তার চিকিৎসা প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারেন মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত নয়। তিনি কতটা অসুস্থ আমি নিরূপণ করতে পারবো না। তবে নষ্ট যে এ ব্যাপারে আমি নিশ্চিত।

সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন মন্তব্য করার পরিপ্রেক্ষিতে বুধবার (৩ মে) এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, গতকাল সালাউদ্দিন সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন কথা বলেছেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারেন। সাংবাদিকরা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আসলে কাজী সালাউদ্দিন অসুস্থ মানসিকতার মানুষ। তার চিকিৎসা প্রয়োজন। এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত নয়।

তিনি বলেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। দেশের পুলিশের ডোপ টেস্টের ব্যবস্থা আছে। আমার বিশ্বাস ফুটবল ফেডারেশনের নেতৃত্বে যারা আছেন, তাদের ডোপ টেস্টের ব্যবস্থা থাকলে তারা হয়তো চেয়ারে বসে এমন কথা বলতে পারতেন না।

কাজী সালাউদ্দিনের ক্ষমা চাওয়া প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, উনি ক্ষমা তো চেয়েছেন বেঁচে যাওয়ার জন্য। পরিস্থিতি থেকে উতরে যেতে এটা তার কৌশল। সাংবাদিকদের বিষয়ে উনি যে কী ধারণা পোষণ করেন এটা নিশ্চিত হওয়া গেছে।

এর আগে মঙ্গলবার বাফুফের সংবাদ সম্মেলন শুরুর আগে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন কাজী সালাউদ্দিন। যার কিছু কথা ধরা পড়ে সাংবাদিকদের রেকর্ডারে। সেসব কথায় ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিকদের মধ্যে।

আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে সহকর্মীদের সঙ্গে সালাউদ্দিনকে সাংবাদিকদের বাবা-মা নিয়ে কটাক্ষ করতে শোনা যায় সেই রেকর্ডে। তার পাশে থাকা বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের কাছে বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মায়ের।’

পাশে থাকা বাফুফের অন্য কোনো সদস্যের মধ্যে কেউ একজন কিছু বললে প্রত্যুত্তরে সালাউদ্দিন বলেন, ‘আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে ম্যান্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

পরে অবশ্য বাফুফে থেকে একটি ভিডিও বার্তা পাঠান কাজী সালাউদ্দিন। সেখানে তিনি মজা করছিলেন বলে উল্লেখ করে বলেন, ‘আমি জার্নালিস্টদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে মজা করছিলাম। সেটা যে কেউ টেপ করছিল আমি জানি না।’

এফএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।