ফেনী জেলা যুবদল সভাপতি-সম্পাদকসহ আটক ৪
ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ চারজনকে আটক করেছে র্যাব।
শনিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত আড়াইটার দিকে আটকদের ফেনী মডেল থানায় নেওয়া হয়। তবে তাদের কোথায় থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র্যাব ও পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মশাল মিছিল থেকে যুবদল নেতা গ্রেফতার
আটক অন্যরা হলেন- ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ঢাকায় পুলিশ হত্যার ঘটনায় দুই যুবদল নেতাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে ফেনী জেলা যুবদলের সভাপতি-সম্পাদক ও পৌর যুবদল নেতাকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ২ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৩ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী
- ৪ মাগুরায় বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- ৫ বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা