চুয়াডাঙ্গায় মশাল মিছিল থেকে যুবদল নেতা গ্রেফতার
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের হাসপাতালের সামনে বিএনপির মশাল মিছিল থেকে আনোয়ার হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন জীবননগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও পৌর এলাকার রাজনগরপাড়ার নজরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে জানতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন: কালীপূজায় ২ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
এই গ্রেফতারের ঘটনায় ওসি ফোন রিসিভ না করলেও জীবননগর থানা ফর নিউজ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শনিবার দিনগত রাত পৌনে ২টার দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, জীবননগর পৌরসভাস্থ হাসপাতাল মোড় সংলগ্ন ইবনে সিনা ক্লিনিকের সামনে থেকে পৌর যুবদল নেতা গ্রেফতার করা হয়েছে।
এসময় ওই স্থান থেকে দুটি বিস্ফোরিত ককটেল বোমা, চার টুকরো ককটেল বোমার জর্দার কৌটার অংশ, পাঁচটি জালের কাঠি, সাতটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার যুবদল নেতার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে।
হুসাইন মালিক/জেএস/এএসএম