চতুর্থ দফা অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাহারায় সরকারি দলের নেতাকর্মীরা
চতুর্থ দফা অবরোধের প্রথমদিন ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েছে সরকারি দলের নেতাকর্মীরা। রোববার ( ১২ নভেম্বর) ভোর থেকে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা অবস্থান নেন। এছাড়া অবরোধের সমর্থনে কোথাও মিছিল, পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।
বারইয়ারহাট পৌরসভা মেয়র রেজাউল করিম খোকন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে অবস্থান করছে নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা সদরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ও কমলদহ এলাকায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন হেলপার

এদিকে সকাল থেকে সড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে চলাচল করা চয়েস পরিবহন ও উত্তরা পরিবহনের কিছু বাস চলাচল করতে দেখা গেছে। এদিকে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি সড়কে বিজিবি ও র্যাব টহল দিচ্ছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের কোনো প্রভাব নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ দায়িত্ব পালন করছে।
এম মাঈন উদ্দিন/জেএস/এএসএম