ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিরসরাইয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে কর্মস্থলগামী মানুষ

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে সকাল থেকে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে ভিজতে দেখা গেছে অনেককে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপের পর শেষে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৪) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

jagonews24

আরও পড়ুন: মিরসরাইয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ

ফাহমিদা শিরিন নামে এক স্কুল শিক্ষক বলেন, বাইরে বৃষ্টি হচ্ছে বুঝা যাচ্ছে না। বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে দেখি বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে বের না হওয়ায় এখন ভিজতে হবে।

সাইফুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, মনে হচ্ছে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ভিজে অফিসে এসেছি।

এদিকে বৃষ্টির কারণে বেচাকেনা কিছুটা কমে গেছে বলে জানান একাধিক ব্যবসায়ী। মিরসরাই পৌর সদরের মুদি দোকানী আব্দুর রহিম বলেন, সকাল ৮টায় দোকান খুলেছি, এখনো বেচাকেনা হয়নি। একে তো অবরোধ, তার মধ্যে বৃষ্টি। মানুষজন তেমন বের হচ্ছে না।

এম মাঈন উদ্দিন/জেএস/জিকেএস