ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘একদল অবরোধ ডাকে আরেক দল পাহারা দেয়, মরে সাধারণ মানুষ’

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

 

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজবাড়ী থেকে ছাড়ছে না দুরপাল্লার কোনো বাস। ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকাসহ দেশের বিভিন্নস্থান গামী যাত্রীরা। তবে স্বাভাবিক জেলার অভ্যন্তরে লোকাল বাসসহ অন্যান্য যানবাহন চলাচল।

এছাড়া রাজবাড়ীতে ট্রেন-নৌযান চলাচলও স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা শহরে খুলতে শুরু করেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জেলা শহরের বড়পুল, বাস মালিক সমিতি কার্যালয় ও মুরগি ফার্ম এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই জেলা থেকে ছেড়ে যায়নি কোন দুরপাল্লার বাস। তবে জেলার ভেতরে চলছে যাত্রীবাহী লোকাল বাস। এছাড়া সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক, মাইক্রোবাস, মাহেন্দ্রা, অটোরিকশা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে নেই যাত্রী-যানবাহনের চাপ, ছাড়েনি দূরপাল্লার বাস

এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর ও অবরোধের সমর্থনে বিক্ষোভ করার খবর পাওয়া যায়নি। শহরে দেখা যায়নি কোনো নেতাকর্মীর আনাগোনা। জনসাধারণের জানমালের সুরক্ষার জন্য জেলার গুরুত্বপূর্ণস্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

jagonews24

ফরিদউদ্দিন নামে এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হচ্ছে। কিন্তু দুরপাল্লার বাস না পেয়ে এখন ভেঙে ভেঙে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। একদল হরতাল অবরোধ ডাকে, আর অন্যদল পাহারা দেয়। মাঝে মরে সাধারণ মানুষ। এভাবে দেশ ধ্বংস হলেও কারো কিছু আসে যায় না। কারণ তাদের ক্ষমতায় থাকা বা আসাটাই মুখ্য বিষয়।

আরেক যাত্রী বলেন, দেশে নির্বাচনের আগে পরিস্থিতি ভয়াবহ হয়। জান-মাল নিয়ে ভয়ে থাকতে হয়। হরতাল-অবরোধ যে দলই দেক না কেন এটা সবার জন্যই ক্ষতিকর। বৃদ্ধ বাবাকে ঢাকায় ডাক্তার দেখাতে নিবো কিন্তু দুরপাল্লার বাস পাচ্ছি না। এখন প্রাইভেটকার বা অ্যাম্বুলেন্সের নেবার মতন সামর্থ্য আমার নেই। কি কররো বুঝতে পারছি না।

আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে চলছে দূরপাল্লার পরিবহন

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় কুমার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে যাচ্ছে ও আসছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং বহরে ১৮টি ফেরি রয়েছে। তবে যানবাহনের সংখ্যা কম।

 

রুবেলুর রহমান/জেএস/জিকেএস