ঢাকা-সিলেট মহাসড়কে চলছে দূরপাল্লার পরিবহন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতসহ সমমনা দলের ডাকা দুদিন ব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব পড়েনি ঢাকা-সিলেট মহাসড়কে। দুরপাল্লার বাসসহ বিভিন্ন ছোট বড় যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। একই সঙ্গে বাসস্ট্যান্ডেও রয়েছে যাত্রীদের ভিড়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভৈরব দুর্জয় মোড় এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কে সকাল থেকেই দূরপাল্লাসহ আশপাশে বিভিন্ন জেলার বাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চলাচল করছে। এছাড়া সড়কে চলাচল করা পরিবহনে রয়েছে পর্যাপ্ত যাত্রীদের ভিড়।

ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে ছেড়ে এসেছে যাত্রীবাহী। ফের সেখান থেকে যাত্রীসহ বাস ছেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা

সিলেট থেকে ছেড়ে আসা মিতালি পরিবহনের চালক নুর মোহাম্মদ বলেন, হরতাল অবরোধের মধ্যেও আমরা গাড়ি চালাচ্ছি। সড়কে যাত্রী বেশি নেই। তবে অল্প যাত্রী নিয়েই সড়কে গাড়ি চালাচ্ছি। তবে এখন পর্যন্ত সড়কে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি।

কিশোরগঞ্জগামী বাসের যাত্রী মাহবুব বলেন, সকালে বাসস্ট্যান্ড এসে সড়কে বাস পেয়েছি। তবে সড়কে বাসের পরিমাণ কম কিন্তু বাস চলাচল করছে।

অন্যদিকে সকাল থেকে ঢাকা.সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড় এলাকায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিরোধে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা অবস্থান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

রাজীবুল হাসান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।