ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

হরতালের সমর্থনে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৯ নভেম্বর) সকাল থেকেই কয়েক দফায় তারা বিক্ষোভ করে।

দলীয় সূত্র জানায়, সকালে গাজীপুর মহানগর বিএনপি নেতা সুরুজ আহমেদের নেতৃত্বে হরতালের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা এলাকায় বিক্ষোভ করে।

অপরদিকে, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় আরেকটি বিক্ষোভ হয়।

এছাড়া একই মহাসড়কের নয়নপুর এলাকায় সকাল ৮টায় শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টারের নেতৃত্বে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় সড়কে যানবাহন আটকানোর জন্য চেষ্টা করলে আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) রাতে মেম্বারবাড়ি এলাকায় বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্ছুর নেতৃত্বে একটি মশাল মিছিল হয়।

মহানগর বিএনপি নেতা সুরুজ আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ ও সরকারি দল আরও বেপরোয়া হয়ে উঠছে। রাস্তায় নামলেই বিনা উস্কানিতে পুলিশ-আওয়ামী লীগ আমাদের ওপর হামলা করছে। আমরা কোনো নাশকতা করি না বরং আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে তারা নাশকতা করছে। আওয়ামী লীগের লোকজন গাড়ি পুড়িয়ে ও ভাংচুর করে উল্টো মিথ্যা মামলা দিচ্ছে। তবে যতই হামলা-মামলা করুক না কেন আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার আদায় করেই ঘরে ফিরবো।

আমিনুল ইসলাম/এনআইবি/জিকেএস