ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছোটো ভাইকে বাঁচাতে গিয়ে ডুবলো বড় ভাইও

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) উপজেলার বরমী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রিফিউজি পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, তামিম মিয়া (৭) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (৪)। তারা ওই গ্রামের মো. আল-আমিনের ছেলে।

ছোটো ভাইকে বাঁচাতে গিয়ে ডুবলো বড় ভাইও

মৃত দুই শিশুর স্বজন ঈমান আলী জানান, দুপুরে বাড়ির পাশের অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো তামিম ও ইসমাইল। খেলতে খেলেতে ইসমাইল হোসেন পাশের বাড়ির কিবরিয়ার পুকুরে পড়ে যায়। এসময় বড় ভাই তামিম ইসমাইল হোসেনকে সাহায্য করতে গেলে জিও ব্যাগের বাঁধে পিছলে পানিতে পড়ে যায়। এসময় অন্য কেউ বিষয়টি টের পায়নি। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইল হোসেনের মরদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে এক নারী তার মরদেহ তুলে আনে। এ সময় তামিম নিখোঁজ ছিল। প্রায় একঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।

আমিনুল ইসলাম/এনআইবি/জেআইএম