ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সামাজিক কাজে আত্মনিয়োগের শর্তে খালাস পেলেন মাদক ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১০:০৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

সামাজিক কাজে আত্মনিয়োগ করতে হবে, রোপণ করতে হবে গাছ, প্রচার করতে হবে মাদকবিরোধী স্লোগান। এমন সব শর্তে খালাস পেয়েছেন খোরশেদ আলম (৪৮) নামের মাদক ব্যবসায়ী।

রোববার (১৯ নভেম্বর) ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক অপরাজিতা দাস এ রায় দেন।

খোরশেদ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সদর ২ নম্বর ওয়ার্ডের জানু দরবেশ বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে ৫০ ইয়াবাসহ খোরশেদ আলমকে গ্রেফতারের পর মাদক মামলা করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে। রোববার খুরশিদকে সামাজিক কাজে আত্মনিয়োগের শর্তে মামলা থেকে খালাস দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী খন্দকার মোশারফ হোসেন বলেন, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন- মাদকসেবী ও বিক্রেতাদের শোধরাতেই লঘু দণ্ড দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম