সিরাজগঞ্জে ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ১৬ হাজার পিস ইয়াবাসহ চার কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে শাফায়েত ফকির (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে জুয়েল মিয়া (৩০), বগুড়া শিবগঞ্জ থানার সিহালী গ্রামের দিলবর ফকিরের ছেলে আব্দুল বাছেদ ফকির (৩২) ও জয়পুরহাট জেলার কালাই থানার সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮)।
আরও পড়ুন: ফেনীতে যুবদলের ২ নেতা গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর ও সদানন্দপুর মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে তাদের ১৬ হাজার ইয়াবাসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এম এ মালেক/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ