মাথায় বাঁশ পড়ে প্রাণ গেলো ভিক্ষুকের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাথায় বাঁশ পড়ে জুবেদা বেগম নামের এক ভিক্ষুক মারা গেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খড়িয়ালা গ্রামের একটি বাড়িতে জুবেদা বেগমসহ ৫-৬ নারী ভিক্ষুক বসবাস করে আসছিলেন। তারা বিভিন্ন এলাকায় ভিক্ষা করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ভিক্ষা করা শেষে বাড়ি ফিরে আসেন জুবেদা বেগম। কিন্তু ঘরে ডুকতেই হঠাৎ টিনের চালের বাঁশ তার মাথায় পড়ে ও এতে তিনি গুরুত্বর আহত হন।
বিষয়টি টের পেয়ে পাশের বাড়ির লোকজন জুবেদাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, মাথায় বাঁশ পড়ে এক ভিক্ষুক মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান