ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির সমাবেশে পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২২ নভেম্বর ২০২৩

ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান।

গ্রেফতাররা হলেন- মো. ইমরান (২৪), মো. বাবুল মিয়া (৪২), মো. মনির হোসেন (২৮) ও বাদল দাস (৬০)। তারা সবাই তেজগাঁও ও শেরেবাংলা থানা এলাকার বাসিন্দা এবং আমতলা ইউনিট বিএনপির নেতাকর্মী।

এ সময় জিএমপির ডিসি (সিটি এসবি অ্যান্ড প্রটেকশন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, ডিসি (ডিবি উত্তর) মুহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২৮ অক্টোবর ঢাকার পল্টন থানার সামনে বিএনপির সমাবেশ চলাকালীন পুলিশ সদস্য পারভেজ হত্যায় জড়িত আসামিরা গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) অভিযান চালিয়ে লক্ষ্মীপুর এলাকায় আত্মগোপনকারী ইমরানকে গ্রেফতার করে। তিনি ২৮ অক্টোবর ঢাকার পল্টনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন।

তার দেওয়া তথ্য, প্রযুক্তি, ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ, ছবি এবং আসামির মোবাইল ফোন বিশ্লেষণে পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত বাকি তিন আসামিকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/জেএস/জেআইএম